‘মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনায় পাশের হার কমেছে’

‘মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনায় পাশের হার কমেছে’

শেয়ার করুন

পি এম রেজাল্টনিজস্ব প্রতিবেদক :

পরীক্ষার খাতা দেখার পদ্ধতিতে পরিবর্তন আনায় এবার এসএসসি পরীক্ষায় পাশের হার কমলেও, তা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ সংস্কার বলে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর হাতে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তরের পর এমন মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

এরপর ৮টি সাধারন শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরাও আলাদাভাবে তাদের বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

গত বছরের তুলনায় এবার এসএসসি পরীক্ষায় প্রায় ২১ হাজার শিক্ষার্থী কম পাশ করেছে। কমেছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। সেই সঙ্গে কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানও। অন্যদিকে কেউই পাস করতে পারেনি, এমন স্কুলের সংখ্যা এবার বেড়েছে।

শিক্ষামন্ত্রী বললেন, পরীক্ষার খাতা দেখার পদ্ধতিতে পরিবর্তন আনাতেই এমন ফলাফল। তবে পাশের হার কমলেও খাতা দেখার নতুন পদ্ধতির প্রশংসাই করলেন প্রধানমন্ত্রী ।

পাশ করা শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি এবার যারা খারাপ ফল করলো, তাদেরকে মনোবল না হারানোর পরামর্শ দিলেন তিনি।

মুখে শত ভাগ পাশের প্রত্যাশার কথা বললেও, শিক্ষার গুনগত মানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, সারাদেশে শিক্ষার সুযোগ ছড়িয়ে দিতে তাদের নানা উদ্যোগের কথা।

পরে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।