মুসার সঙ্গে গুলশান হামলার পরিকল্পনা করেছিলেন তামিম

মুসার সঙ্গে গুলশান হামলার পরিকল্পনা করেছিলেন তামিম

শেয়ার করুন

গুলশান হামলা

নিজস্ব প্রতিবেদক:

গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের হত্যাকারী জেএমবি নেতা মোহাম্মদ সুলেমানের সঙ্গে, হামলা সম্পর্কে আলোচনা করেছিলেন তামিম চৌধুরী।

ভারতীয় পুলিশের হাতে আটক সে দেশের নাগরিক মোহাম্মদ মাসিউদ্দিন ওরফে আবু মুসা জিজ্ঞাসাবাদে এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

রোববার তারা জানায়, তারা ভারতে পালিয়ে থাকা অবস্থায় তামিম ও সুলেমান এই পরিকল্পনা করেন। শিক্ষক রেজাউলকে হত্যার দু’দিন পর, কোলকাতায় আসা বিদেশিদের ওপর হামলার জন্য মুসাকেও নির্দেশ দিয়েছিল সুলেমান।

এরপর পশ্চিমবঙ্গের মালদা স্টেশনে একজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে সাক্ষাত করে সে, যাকে আবু ইব্রাহিম আল হানিফ ওরফে তামিম চৌধুরী বলে ধারণা করছেন ভারতীয় তদন্তকারীরা। এরই মধ্যে মুসার ছবি বাংলাদেশে পাঠানো হয়েছে। এই মুসা বিভিন্ন নামে ঢাকায় জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছে।