‘মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের নামে রাস্তার নামকরণের দাবি’

‘মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের নামে রাস্তার নামকরণের দাবি’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধে অবদান রাখায় সম্মাননাপ্রাপ্ত ৩৩ বিদেশী নাগরিকের নামে কুটনীতিক এলাকায় রাস্তার নামকরণের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র অনিসুল হকের কাছে সামরক লিপি দিয়ে এমন প্রস্তাব দিয়েছে তারা। তারা বলেন মুক্তিযদ্ধে অবদান রাখা এ পর্যন্ত ৩০০ জন বিদেশীকে আট দফায় সম্মাননা দেয়া হয়েছে। এদের মধ্য থেকে ৩৩জন বিশিষ্ট জনের নামে রাস্তার নামকরনের প্রস্তাব দেন ঘাতক দালাল নির্মুল কমিটি। এর মধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে এ বছরই তার জন্মশতবার্ষিকী পালনের বছরেই তার নামে গুরুত্বপূর্ন সড়কের নাম রাখার দাবি জানান তারা।

পরে মেয়র আনিসুল তাদের এ প্রস্তাবে সমর্থন দেন। প্রধানমন্ত্রীর সম্মতি এবং আলোচনার পর এ ব্যাপারে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।