মুক্তিপণের টাকাসহ সেনাবাহিনীর হাতে আটক ৭ ডিবি সদস্য স্থায়ী বহিষ্কার

মুক্তিপণের টাকাসহ সেনাবাহিনীর হাতে আটক ৭ ডিবি সদস্য স্থায়ী বহিষ্কার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের টাকাসহ সেনা বাহিনীর হাতে আটক গোয়েন্দা পুলিশের ৭ সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আব্দুল গফুর নামে এক ব্যক্তিকে অপহরণের পর ১৭ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ওই টাকাসহ বুধবার ভোরে, টেকনাফের সাবরাং ত্রাণকেন্দ্রের দায়িত্বে থাকা মেজর নাজিম আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী, ডিবির পুলিশ পরিদর্শক ইয়াসির আরাফাতসহ ৭ সদস্যকে আটক করে।

মেজর নাজিম জানান, আবদুল গফুরকে গতকাল মঙ্গলবার সকালে অপহরণ করে ডিবির একটিদল। তিনি কম্বলের ব্যবসা করেন। এরপর মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে তারা। গফুরের পরিবার ১৭ লাখ টাকা দিতে রাজি হয়। টাকা পাওয়ার পর তাকে আজ ভোর রাতে, কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় ছেড়ে দেয় অপহরণকারীরা।

ব্যবসায়ীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানালে, ডিবি পুলিশের দলটি কক্সবাজার ছাড়ার পথে লম্বরী সেনাবাহিনী তল্লাশি চৌকিতে আটক করা হয় তাদের। দায়ী ৭ পুলিশকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে পুলিশ প্রশাসন।