মানবসেতুতে হাঁটার মামলায় হাইমচরের চেয়ারম্যানের জামিন বাতিল

মানবসেতুতে হাঁটার মামলায় হাইমচরের চেয়ারম্যানের জামিন বাতিল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাঁটার ঘটনায় দায়ের করা নির্যাতনের মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দেওয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে তাঁকে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালে, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে দেওয়া জামিনের আদেশ বাতিল চেয়ে স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে আবেদন করেন।

২৫ এপ্রিল হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করে জানতে চান নূর হোসেন পাটোয়ারীর জামিন কেন বাতিল হবে না এবং কোন কর্তৃত্ববলে তাকে আদালতের বিচারক জামিন দিয়েছেন।

গত ৩০ জানুয়ারি নূর হোসেন পাটোয়ারী হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান। পরদিন এক অভিভাবক নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ২৯ মার্চ চাঁদপুরের শিশু আদালত চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেছিলেন।