বুড়িগঙ্গায় ট্রলারডুবির ৫ দিন পর নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় ট্রলারডুবির ৫ দিন পর নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

শেয়ার করুন

N Ganj

এটিএন টাইমস ডেস্ক।।

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মা-মেয়েসহ চারজনের লাশ ভেসে উঠেছে। দুর্ঘটনার পাঁচদিনের মাথায় রোববার (৯ জানুয়ারি) সকালে ভেসে ওঠা লাশগুলো উদ্ধার করা হয়।

লাশের দু’জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- জেসমিন ও তার মেয়ে তাসমিন।

বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনও নিখোঁজ আছে আরও ছয়জন। তাদের সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

৫ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে।

এতে নিখোঁজরা হন- কিশোরগঞ্জের ইদ্রিস আলীর ছেলে কিশোরগঞ্জের ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ, রেকমত আলীর ছেলে মোতালেব, চর বক্তাবলী এলাকার রাজুর ছেলে সাব্বির, মধ্য চরের সোহেলের স্ত্রী জেসমিন আক্তার, সোহেলের ছেলে তামীম খান, মেয়ে তাফসিয়া, তাসমিম ওরফে তাসলিমা, আওলাদ, মো. শামসুদ্দিন ও জোসনা বেগম।

এ ঘটনায় ৬ জানুয়ারি বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিরাপত্তা বিভাগের উপ- পরিচালক (ভারপ্রাপ্ত) বাবু লাল বৈদ্য বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।