বিশ্ব ঐতিহ্যের তালিকায় মঙ্গল শোভাযাত্রা

বিশ্ব ঐতিহ্যের তালিকায় মঙ্গল শোভাযাত্রা

শেয়ার করুন

mangolshova-1428387302এটিএন টাইমস ডেস্ক:

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান নিয়েছে বাংলার বর্ষবরণ উৎসবের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা।

16743167_303বুধবার ইউনেস্কোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আন্তঃদেশীয় কমিটির একাদশ বৈঠকে ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট‌্যানজিয়েবল কালচারাল হেরিটেজ অফ হিউমিনিটি’র তালিকায় বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা অন্তর্ভুক্ত হয়েছে।

6ab2b83a9c153ff5c8055a6b4a224f01-5704e3430542aঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের উদ্যোগে ১৯৮৯ সাল থেকে শুরু বাংলা নববর্ষকে বরণ করতে, এই মঙ্গল শোভাযাত্রা হয়ে আসছে। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ বেশ কয়েক বছর ধরেই নিয়মিত আয়োজন করা হয়ে আসছে, ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা।