‘বিশ্ববাজারে কমলেও দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই’

‘বিশ্ববাজারে কমলেও দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই’

শেয়ার করুন

 

চট্টগ্রাম প্রতিনিধি :

বিশ্ববাজারে জালানি তেলের দাম কমলেও দেশে দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম।

চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের চলমান প্রকল্প পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।  এ খাতে সরকারের আগে দেয়া ভর্তুকি পুষিয়ে নিতে দামের এ সমন্বয় করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, দেশে গ্যাসের মজুদও পর্যাপ্ত নয়, এ অবস্থায় সরবরাহ ও চাহিদার সমন্বয় করতে গ্যাসের দাম বাড়ানোর পক্ষে সরকার। দেশে ইউরো  ফোর প্রযুক্তির তেল উৎপাদনে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন একটি শোধনাগার ইউনিট তৈরির কাজ হাতে নিয়েছে সংস্থাটি।

আগামী তিন বছরের এ ইউনিট উৎপাদনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা। কাজ শেষ হলে প্রায় ৩০ মিলিয়ন টন তেল শোধন করতে পারবে সংস’াটি, যা বর্তমান ক্ষমতার দ্বিগুণ।