বন্ধু ছোট শব্দ, কিন্তু অসীম শক্তিশালী

বন্ধু ছোট শব্দ, কিন্তু অসীম শক্তিশালী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বন্ধু। ছোট্ট একটি শব্দ। যাকে কোনও নিক্তি দিয়ে মাপা যায় না, সংজ্ঞায় বাঁধা যায় না। অথচ অসীম শক্তিশালী এক সম্পর্ক। একজন ভাল বন্ধু হতে পারে জীবনের সবচেয়ে বড় সম্পদ। ভাল বন্ধুত্বের শক্তি নাকি রুখে দিতে পারে তরুণদের জঙ্গিবাদের দিকে যাবার পথও।

madworldহৃদয়ের সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্কই বন্ধুত্বে। এখানে মান-অভিমানের, ঝগড়া-বিতণ্ডা সব মুহূর্তেই ভুলে হাত ধরাধরি করে এগিয়ে যাওয়া। শৈশবের বন্ধুত্ব সবার ক্ষেত্রেই হয়তো এমনই নির্ভার। পরিণত বয়সে মাঝে মাঝেই চোখ ভিজিয়ে যাওয়া স্মৃতির নাম।

শৈশবের সেই বন্ধুত্ব বড়বেলাতেও কি অবিকল? তারুণদের কাছে সেই উত্তর খুঁজতে গিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা। সাপ্তাহিক ছুটির দিনেও, বন্ধুদের আড্ডায় যাদের হাজিরা না দিলেই নয়। ঢাকা বিশ্ববিধ্যালয়ের টিএসসির করিডোরে বসে একসাথে বসে আড্ডা দিচ্ছিলেন আর গিটার নিয়ে গান গাচ্ছিলেন।

বন্ধু। শব্দটা ছোট বটে, ব্যঞ্জনা বিশাল। এক একজনের কাছে এর অর্থ একেক রকম। বন্ধুদের কাছেই তাই বন্ধুত্বের আসল মানেটা জানতে চাওয়া? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব বললেন, ‘যার কাছে গেলে আামর অপূর্ন আত্মারি পূর্ণতা পাই সেই আমার বন্ধু’। আর একজন ছাত্র রনি বলেলে, ‘যে আমাকে ভাল বুঝে সেই আমার বন্ধু। যে যত বেশী আমাকে বুঝে সে আমার তত ভাল বন্ধু’।

কে হবে বন্ধু কিংবা কার সাথে হবে বন্ধুতা? এর কি কোনও ধরাবাধা নিয়ম আছে? আছে কোনও গোপন থিওরি? এ বিষয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নুসরাত বললেন, ‘আমার আমার আনন্দে উল্লাশ প্রকাশ করবে এবং আমার কষ্টে আমার পাশে থাকবে শান্তনা দিবে সেই আমার বন্ধু।’

যার কাঁধে হাত দিয়ে অমাবস্যার নিকষ আঁধারেও হাটা যায় পরম নির্ভরতায়। যদি এই হয় বন্ধুত্বের অপর নাম, তাহলে কেনই বা বেপথু হচ্ছে আজকের তরুণ? জঙ্গিবাদের হাতছানিতে পথ ভুল করছে বন্ধুরা। তাদের ফেরাতে কেনই বা কিছুই করার থাকছে না বন্ধুদের?

এ বিষয় জান্নাত নামে এক শিক্ষার্থী বললেন, ‘আমরা বেশীর ভাগ সময়ই বন্ধুদের সাথে থাকি। তাই বন্ধুদের কোন পরিবর্তন সহজেই অন্য বন্ধুর নজরে আসে। তাই বন্ধু হিসেবে বন্ধুর পরিবর্তনের কারণ জানতে চাওয়া তার পাশে দাড়ানো এবং তার চিন্তা গুলোকে বুঝে তাকে বুঝানো একজন বন্ধুর জন্য সহজ। তাই কোন বন্ধু জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদে ঝুকলে তার বন্ধু সবার আগে টের পাবে এবং সে তাকে ফিরাতে পারবে।’

একটি বিজ্ঞাপনি সংস্থার সিনিয়র নির্বাহী ও মডেল রাজিব কুণ্ডুর মতে, ‘মা দিবস, বাবা দিবস, বন্ধু দিবস নামের এই বিশেষ দিন পালন করে ভালবাসা প্রকাশ করা যায় না, আমর কাছে প্রত্যেক দিনই বন্ধু দিবস।’

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া মিম বলেন, আমার জন্য প্রত্যেক দিনই বন্ধু দিবস, বন্ধু দিবস নিয়ে আলাদা করে কোন আয়োজন কখনই করিনা।

রেডিও গুনগুনের আরজে রাহাত কবির সাম্য জানান, ‘এক কথায় বলতে গেলে ঝগড়া হবে মারা-মারি হবে এমনকি ৫ থেকে ১০ দিন কথাও হবে না, কিন্থু একজন অন্য জন কে না দেখলে থাকতে পারবো না ছেড়েও যাবো না এরাই বন্ধু।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্র তারেক হাসান তারু জানান, ‘সত্যি বলতে কি আমার কাছে দিবসটা মুখ্য না, বন্ধুত্ব আছে, থাকবেই। অন্যান্য দিনের মত এই দিনটা হয়েছে, শুধু বাড়তি ছিল একজন আরেকজনকে শুভেচ্ছা জানানো।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু দিবসকে ঘিরে উঠে এসেছে ভিন্নরকম মতামত, রাজিব আহমেদ নামে তরুণ এক নাট্য নির্মাতার মতে, ‘বন্ধু হতে হলে যোগ্যতা লাগেনা, শুধু সম্পর্কে স্বচ্ছতা লাগে।’

অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডার আইন অনুষদের শিক্ষার্থী নায়েম মাহমুদ তার ফেসবুকের টাইমলাইনে পোস্ট করেছেন, ‘বিশেষ কোন দিন কিংবা বিশেষ কোন কারণ নয়, বিশেষ জাতের এই মানুষ গুলোর প্রতি বিশেষ ভালবাসা থাকে সব সময়।’

বাঙালি কি ভুলেছে এই প্রবাদ, ‘সৎসঙ্গে স্বর্গবাস।’ কারণ বন্ধুত্ব তো দায়িত্বেরই অন্যনাম। বন্ধুত্বের শক্তিই আবারও জ্বালাবে আলোকবর্তিকা। দূর করবে সন্ত্রাসবাদ নামের বিভিষীকার ছায়া। ভাল বন্ধুই হবে আমাদের কিশোর-তরুণদের সত্যিকারের রক্ষাকবচ।