বিনা বিচারে বন্দী চার নারীকে নিয়ে হাইকোর্টের রুল

বিনা বিচারে বন্দী চার নারীকে নিয়ে হাইকোর্টের রুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বিনা বিচারে ৭ বছর ধরে কাশিমপুর কারাগারে থাকা চার নারী বন্দীকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে সুয়োমুটো রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১৬ জানুয়ারি ওই চার নারীকে হাইকোর্টে হাজির করতে বলা হয়েছে।

আপিল বিভাগের নির্দেশের প্রেক্ষিতে সম্প্রতি সুপ্রিমকোর্টের লিগাল এইড শাখা বিভিন্ন কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন আটকে থাকা বন্দিদের তালিকা তৈরি করা শুরু করে। এরই অংশ হিসেবে তাঁরা কাশিপুর কারাগারে খুঁজে পায় সুমি আক্তার রেশমা, শাহনাজ বেগম, রাজিয়া সুলতানা ও রাণী ওরফে নুপুর নামের চারজনকে।

পৃথক চারটি হত্যা মমালায় এরা ২০০৯ সাল থেকে কারাবন্দি। এই তথ্যের ভিত্তিতে আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।