বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে

বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিচারপতি ফজলুল হকের দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন, দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ এ আদেশ দেন। খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, আবেদন খারিজ হওয়ায়,  এ মামলা চলতে  আর কোনও আইনগত বাধা নেই। মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

ফজলুল হকের বিরুদ্ধে ৯৭ লাখ টাকা তথ্য গোপন করা, ১ কোটি ৮০ লাখ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে অভিযোগ আনে দুদক। মামলার দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে তিনি বলেন, বিচারিক আদালতে মামলা শুরু হলে উচ্চ আদালতে আপিল করা হয়। আপিলের কাগজ বিচারিক আদালতে জমা দিলে বিচার আটক থাকে। ফলে দীর্ঘসূত্রিতা বাড়ে।