জঙ্গি আস্তানার সন্ধানের পর চট্টগ্রামে নজরদারি বাড়িয়েছে পুলিশ

জঙ্গি আস্তানার সন্ধানের পর চট্টগ্রামে নজরদারি বাড়িয়েছে পুলিশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মিরসরাইয়ে নতুন জঙ্গি আস্তানার সন্ধানের পর চট্টগ্রামে নজরদারি বাড়িয়েছে পুলিশ। সব এলাকায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম আরো বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় ব্লক রেইড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন মৃন্ময় বিশ্বাস।

২০১৫ সালের ডিসেম্বরে র‌্যাবের অভিযানে কর্নেল হাট এলাকায় একটি হুজি আস্তানার সন্ধান মিললেও গত এক বছরে পুলিশ চট্টগ্রামে তেমন কোনো জঙ্গিবিরোধী অভিযান চালায়নি। পুলিশি তৎপরতার কারণেই চট্টগ্রামে জঙ্গি কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে এমন দাবি কর্মকর্তাদের। কিন্তু সম্প্রতি মিরসরাইয়ে জঙ্গিদের নতুন আস্তানা বের হওয়ায় কিছুটা নড়েচড়ে বসেছে পুলিশ। মিরসরাইয়ের ঘটনার পর আর কোথাও জঙ্গিরা তাদের কার্যক্রম চালাচ্ছে কিনা তা জানতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

নজরদারির কোন কমতি নেই জানিয়ে সিএমপির উপ-কমিশনার (গোয়েন্দা) পরিতোষ ঘোষ বলেন, কোনভাবেই জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবেনা।

পাহাড় থাকায় নিরাপদে অবস্থান করতে পারার সুবিধা রয়েছে। এ কারণেই জঙ্গিরা মিরসরাই ও সীতাকুণ্ড এলাকাকে বেছে নেয়।

৮ মার্চ জঙ্গিদের দেয়া তথ্যের ভিত্তিতে মিরসরাইয়ে অভিযান চালিয়ে ২৯টি ছোট-বড় গ্রেনেডসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।