বিচারকদের সই জালিয়াতি করে শতাধিক আসামিকে মুক্ত: পাঁচজনের কারাদন্ড

বিচারকদের সই জালিয়াতি করে শতাধিক আসামিকে মুক্ত: পাঁচজনের কারাদন্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিচারকদের সই জালিয়াতি করে শতাধিক আসামিকে কারাগার থেকে মুক্ত করার অভিযোগে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পেশকারসহ পাঁচজনকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার ৫ নং বিশেষ জজ আদালতের বিচারক ড. মো.আখতারুজ্জামান এ দন্ডাদেশ দেন। পেশকার মসলেউদ্দিন ভুইয়াসহ আদালতের পিয়ন শেখ ম. নাইম এবং উমেদার জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন ও ইসমাইলকে এই দন্ডাদেশ দেয়া হয়েছে। তদন্তে গাফিলতির কারণে দুদকের কর্মকর্তাকে বিভাগীয় ব্যবস্থা নেয়াও নিদেশনা দিয়েছেন আদালত।

২০১৫ সালে সই জালিয়াতির অভিযোগে উবায়দুল্লাহ করিম আকন্দ কোতয়ালি থানায় বাদী হয়ে এই মামলা করেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়: আসামিরা ভুয়া জামিননামা তৈরি করে ৭৬টির মামলার ১০৬ জন আসামিকে কারাগার থেকে বের করার ব্যবস্থা করে।