‘মোবাইল টাওয়ারের রেডিয়েশন বন্ধে কেন পদক্ষেপ নেয়া হবে না’

‘মোবাইল টাওয়ারের রেডিয়েশন বন্ধে কেন পদক্ষেপ নেয়া হবে না’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মোবাইল টাওয়ারের রেডিয়েশন বন্ধে কেন কার্যকর পদক্ষেপ নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের বেঞ্চ এই রুল দেন।

বিটিআরসি রেডিয়েশন বন্ধে কি পদক্ষেপ নিয়েছে তা জানানোরও নির্দেশনা দিয়েছেন আদালত। সাতদিনের মধ্যে বিশেষজ্ঞ কমিটি করতে স্বাস্থ্য সচিবকেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।মোবাইল টাওয়ারের স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশগত প্রভাব পরীক্ষা-নিরীক্ষা করে আদালতে প্রতিবেদন জমা দেবেন বিশেষজ্ঞ কমিটি।

এর আগে রেডিয়েশন বন্ধের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালতে রিট পিটিশন দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ।