বাস চাপায় নিহত দুই শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ কেন নয়

বাস চাপায় নিহত দুই শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ কেন নয়

শেয়ার করুন

হাইকোর্টনিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে সাত দিনের মধ্যে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে দুই পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দুই কোটি টাকা করে মোট ৪ কোটি টাকা দেয়ার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনার কারণ ও প্রতিকারের বিষয়ে বুয়েটের  ‘একসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট’কে তদন্ত করে দুই মাসের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের ট্রাক-বাস চালকদের স্বীকৃতি বা সনদ দেয়ার যোগ্যতাও জানতে চেয়েছেন আদালত।