‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন ২০১৮’ এর খসড়া অনুমোদিত

‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন ২০১৮’ এর খসড়া অনুমোদিত

শেয়ার করুন

Cabinet-1নিজস্ব প্রতিবেদক :

অনুমোদিত হলো কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন ২০১৮ এর খসড়া। এর ফলে আর প্রকল্প নয়, ট্রাস্ট্রের অধীনে পরিচালিত হবে কমিউনিটি ক্লিনিক। একইসাথে এখানে কর্মরতদের চাকরিও স্থায়ী হবে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। খসড়ায় বলা হয়েছে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই আইন পাস হলে এটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে। এই ট্রাস্টের প্রধান হবেন প্রধানমন্ত্রী।

কমিউনিটি ক্লিনিকের কর্মরত কর্মীদের বেতন ভাতা, গ্র্যাচুইটি- সবকিছুই সরকারি কর্মচারীদের মতো রাখা হয়েছে। এতে সরকারের থোক বরাদ্দ থাকবে। এছাড়া যেকেউ এই ট্রাস্টে অনুদান দিতে পারবে। পরে সচিবালয়ে এক প্রেসব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের  সচিব  এন এম জিয়াউল আলম এসব তথ্য জানান। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ১৩ হাজার ৮৬১টি থেকে বাড়িয়ে ১৪ হাজার ৮৯০টিতে উন্নীত করা হবে।