বাঁশখালীতে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাবে ২ লাখ টাকা

বাঁশখালীতে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাবে ২ লাখ টাকা

শেয়ার করুন

Bashkhali ctg
চট্টগ্রামের বাঁশখালীর নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় নিহত ৭ শ্রমিকের প্রত্যেক পরিবারকে দুই লাখ এবং আহত ১৫ শ্রমিকের চিকিৎসার জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ টাকা দেওয়া হবে।

আজ সোমবার (২৬ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘বাঁশখালীর ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক।  একটি শ্রমজীবী পরিবারের কর্মক্ষম ব্যক্তির মৃত্যু হলে সে পরিবারটি অসহায় হয়ে পড়ে। সে অসহায় শ্রমিক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহযোগিতার সুযোগ রয়েছে।’

গত ১৭ এপ্রিল বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় শিল্প গ্রুপ এস আলম এবং চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অর্থায়নে এসএস পাওয়ার প্ল্যান্ট নামে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পুলিশ-শ্রমিক সংঘর্ষে ৭ জন শ্রমিক নিহত এবং ১৫ জন শ্রমিক আহত হন।