ওয়ালটন ল্যাপটপ স্টে হোম অফার

ওয়ালটন ল্যাপটপ স্টে হোম অফার

শেয়ার করুন

Screenshot (14)


করোনা মহামারির ঝুঁকি এড়াতে ঘরে বসেই প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইস কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির অনলাইন শপ ই-প্লাজা থেকে ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটরসহ বিভিন্ন এক্সেসরিজ ক্রয়ে রয়েছে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে কেনা পণ্যে হোম ডেলিভারিসহ নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন।

সোমবার (২৬ এপ্রিল, ২০২১) ‘ওয়ালটন ল্যাপটপ স্টে হোম অফার অ্যাট ওয়ালটন ই-প্লাজা’ শীর্ষক এক ডিক্লারেশন প্রোগ্রামে এসব ঘোষণা দেয়া হয়। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম এবং ওয়ালকার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অরণা।

অনলাইন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এএমডি আবুল বাশার হাওলাদার, ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার, হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ডিজিটাল প্রোডাক্টস ডিভিশনের সিইও লিয়াকত আলী, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, উদয় হাকিম, ফিরোজ আলম, আজিজুল হাকিম প্রমুখ।
এ ক্যাম্পেইনের  শ্লোগান ‘অকারণে বাইরে নয়, ঘরে বসে পণ্য ক্রয়’। এর আওতায় ঘরে বসেই অনলাইনের ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম/কম্পিউটার (eplaza.waltonbd.com/computer) থেকে সব ধরনের ডিজিটাল ডিভাইস কিনতে পারছেন গ্রাহক।

পণ্যভেদে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি ডিসকাউন্টসহ জিরো ইন্টারেস্টে ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট)সহ বিভিন্ন সুবিধা রয়েছে। ই-প্লাজা থেকে কেনা এসব পণ্যের মূল্য ক্যাশ অন ডেলিভারি, অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে। থাকছে হোম ডেলিভারির সুবিধা।