ফের কমলো দেশের স্বর্ণের দাম

ফের কমলো দেশের স্বর্ণের দাম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক বাজারে অব্যাহত দরপতনের কারণে এক সপ্তাহের ব্যবধানে ফের কমলো দেশের স্বর্ণের দাম। ক্যারেট ভেদে স্বর্ণের দাম গড়ে ৮৪৫ টাকা কমেছে।

goldনতুন দর সোমবার থেকে কার্যকর হবে। রোববার বিকেলে সোনার দাম কমানোর সিদ্ধান্তটি জানিয়েছে জুয়েলার্স সমিতি।

নতুন দর অনুযায়ী, ভরি প্রতি ২২ ক্যারেট সোনা দাম ৯৯১ টাকা কমে ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৮১৬ টাকা কমে ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ দাম ৫৮৩ টাকা কমে ৩৭ হাজার ৯০৮ টাকা করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৫ হাজার ২০ টাকা, যা দাম আগের থেকে ৯৯০টাকা কম।

সোনার দাম কমলেও বাড়ছে রুপার দর। সোমবার থেকে ভরিপ্রতি রুপা দাম ১১৭ টাকা বেড়ে ১ হাজার ৫০ টাকায় বিক্রি হবে।