প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৯ জন আটক

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৯ জন আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সামনে এইচএসসি পরীক্ষা, তাই আবারো তৎপর হয়ে উঠেছে প্রশ্নপত্র ফাঁসে জড়িতরা। সোমবার রাতে রাজধানীর তেঁজগাও শিল্প এলাকা থেকে ওই চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা বিভাগ।

আশুলিয়ার গাজীরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে ৩ শিক্ষক, ৪ ছাত্র এবং ১ সহকারী মিলে প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছিলেন। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, এই চক্র পরীক্ষার দিন সকালে কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানোর পর ছবি তুলে ফেসবুক-সহ ফেসবুকে ছড়িয়ে দিত। এভাবে দীর্ঘদিন ধরেই তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে আসছে।

তাদের কাছ থেকে আগের জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি উদ্ধার করা হয়েছে।