‘পুলিশি প্রতিবেদনের পর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’

‘পুলিশি প্রতিবেদনের পর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে, পুলিশি প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

পাঠ্যপুস্তকে ভুল বিষয়ক তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৭ সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ১৩ ও ১৪ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতা শুরু হয়েছে।

১৮, ১৯ ও ২০ মার্চ উপজেলা, ২২ মার্চ জেলা, ২৩ মার্চ ঢাকা মহানগরী ও ২৮ মার্চ বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০ মার্চ হবে চূড়ান্ত প্রতিযোগিতা। এতে ৪টি বিষয়ে ১২ জন প্রতিযোগীর প্রত্যেকে এক লাখ টাকা, একটি সনদ ও বিদেশে শিক্ষাসফরে যাওয়ার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার দেয়ার কথা রয়েছে।