পিরোজপুরে বিকাশের হ্যাকার চক্রের সদস্য উত্তম গ্রেপ্তার

পিরোজপুরে বিকাশের হ্যাকার চক্রের সদস্য উত্তম গ্রেপ্তার

শেয়ার করুন

pic-3

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া এক প্রবাসির স্ত্রীর টাকা হ্যাক করে আত্মসাদের মামলায় উত্তম কুমার হালদার (৩৫) নামের এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । সোমবার বিকেলে উপজেলা গুদিঘাটা ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তম কুমার উপজেলার তুষখালী ইউনিয়নের শাঁখারীকাঠি গ্রামের অতুল চন্দ্র হালদারের পুত্র।
মোমেনা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর মোবাইল বিকাশ হ্যাক হওয়ার ঘটনায় ৪ অক্টোবর অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেনে। গত ৩০ সেপ্টেম্বর তার মোবাইল বিকাশ হ্যাক করে একাউন্টে থাকা ৬৪ হাজার ৯ শত ৭৯ টাকা নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার ওর্সি মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও মোবাইলের সিডিআর পর্যালোচনায় উত্তম কুমার জড়িত থাকার বিষয়টি  নিশ্চিত  হয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে হ্যাকার ও প্রতারক চক্রের সক্রিয় সদস্য। মঙ্গলবার সাকলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।