‘পাসপোর্ট ইস্যুতে দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্ট খতিয়ে দেখা হবে’

‘পাসপোর্ট ইস্যুতে দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্ট খতিয়ে দেখা হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

পাসপোর্ট ইস্যুতে দুর্নীতি নিয়ে টিআইবি যে রিপোর্ট দিয়েছে তা খতিয়ে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার দুপুরে মন্ত্রণালয়ে জঙ্গি প্রতিরোধ সংক্রান্ত সভা শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তারা এসব বিষয় তদন্ত করে দেখছেন। বৈঠকের বিষয় সম্পর্কে তিনি জানান, জঙ্গি তৎপরতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এ নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করার নির্দেশ দেয়া হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, রোহিঙ্গাদের গোয়েন্দা নজরদারিতে আনা হবে। মাদ্রাসার পাঠ্যপুস্তকে যাতে বিভ্রান্তকর কিছু ছাপানো না হয় তাও তাদরকি করবে মন্ত্রণালয়।