পাঠ্যপুস্তক পরিমার্জনে ১০ সদস্যের কমিটি

পাঠ্যপুস্তক পরিমার্জনে ১০ সদস্যের কমিটি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

নবম ও দশম শ্রেনীর নির্বাচিত কয়েকটি পাঠ্যপুস্তক পরিমার্জন করে সুখপাঠ্য, আকর্ষণীয় ও সহজবোধ্য করতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে ১০ সদস্যের একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

কমিটিতে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ড. মো. আক্তারুজ্জামান, অধ্যাপক এম.এম আকাশ, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা রয়েছেন। ২০১৮ সালে বিতরণের জন্য কমিটি নবম ও দশম শ্রেনীর কয়েকটি পাঠ্যবই নির্বাচিত করে, তা পরিমার্জন করার সুপারিশ করবে।

অন্যদিকে ২০১২ সালের কারিকুলাম পর্যালোচনা করে বিভিন্ন শ্রেনীর পাঠ্যবই কিভাবে আরো বেশি পাঠযোগ্য করা যায়, তা খুঁজে বের করতে ১০ সদস্যের আরোও একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

কমিটিতে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ড. মনজুর আহমদ, অধ্যাপক সৈয়দ মনুজুরুল ইসলাম, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা রয়েছেন।