ঘুষ নেওয়ার সময় হাতেনাতে দুদকের হাতে উপসচিব গ্রেপ্তার

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে দুদকের হাতে উপসচিব গ্রেপ্তার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে একজন উপসচিবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। গ্রেপ্তার হওয়া উপসচিব মিজানুর রহমান সড়ক ও জনপথ বিভাগে কর্মরত বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

দুদকের পক্ষ থেকে বলা হয়, রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকার একটি খাবারের দোকান থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। মাইনুদ্দিন চৌধুরী নামের একজন ইজারাদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে ওই উপসচিবকে গ্রেপ্তার করা হয় বলে জানায় দুদক।

একটি তদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন মিজান, পরে আরও ৯ লাখ টাকা দাবি করেন। বর্তমানে খিলগাঁও থানায় আটক ওই উপসচিবকে সোমবার আদালতে নেওয়া হবে বলে জানান দুদকের উপ পরিচালক মো ইব্রাহিম।