নির্বাচন উপলক্ষে তিন দিনের জন্য মিডিয়া সেন্টার

নির্বাচন উপলক্ষে তিন দিনের জন্য মিডিয়া সেন্টার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য প্রচারে ২৯, ৩০ এবং ৩১ ডিসেম্বর এই তিন দিনের জন্য মিডিয়া সেন্টার চালু করতে যাচ্ছে সরকার। আজ সচিবালয়ে এক ব্রিফিং-এ তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, রাজধানীর সোনারগাঁও হোটেলে তথ্য অধিদপ্তরের এই মিডিয়া সেন্টার দিনরাত ২৪ ঘন্টা খোলা থাকবে।

মিডিয়া সেন্টার থেকে নির্বাচন কমিশনের সরবরাহ করা ভোটের সব তথ্য সরবরাহ করা হবে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সার্বক্ষণিক এই মিডিয়া সেন্টার থেকে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী এবং নির্বাচন পর্যবেক্ষকরা তথ্য সংগ্রহ করবে পারবেন। সেখানে ৩ শিফটে ৭ জন করে কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বিদেশি পর্যবেক্ষকদের সহায়তায় ঢাকা বিমানবন্দরেও একটি বুথ থাকবে।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নির্বাচনের ফলাফল ৩০ মিনিট পর পর বা প্রয়োজনে বিশেষ বুলেটিন প্রচার করা হবে। এছাড়া নির্বাচনকে উপলক্ষে সরকারের গুজব শনাক্তকরণ ও অবহিতকরণ সেলও ২৪ ঘন্টা সক্রিয় থাকবে বলে জানান তিনি।