ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহত ২২০

ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহত ২২০

শেয়ার করুন

_104928565_ef585430-71be-48c5-9de2-41555a9a93a9
বিশ্বসংবাদ ডেস্ক :

আবারো ভয়াবহ সুনামি আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেইটের চারপাশের সৈকতগুলোতে। আগ্নেয়গিরি উদগীরণের কারণে সৃষ্ঠ এ সুনামিতে এ পর্যন্ত ২২০ জনের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন কমপক্ষে ৮০০ জন।

দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানায়: স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে দেশটির লামপাং প্রদেশে এ ভয়াবহ সুনামি আঘাত হানে।  ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি-বিএমকেজি ধারণা করছে, কোনো ভূমিকম্পের কারণে নয়। লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরি উদগীরণ শুরু হয়। আর এতে সাগরের গভীরে হয়তো ভূমি ক্ষয়ের কারণেই এ সুনামির উৎপত্তি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এ সুনামির একটি ভিডিওতে দেখা গেছে, বেশ উচ্চ গতিতে সৈকতগুলোতে আঘাত হানছে সুনামি। আর এতে মুহূর্তেই ভেসে যাচ্ছে আশপাশের স্থাপনা। এর আগেও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিলো সুলাওয়েসি দ্বীপ। যাতে নিহত হয়েছিলেন প্রায় এক হাজার ২০০ মানুষ।