নতুন আতঙ্ক: ভারত থেকে আসা ইয়াবা

নতুন আতঙ্ক: ভারত থেকে আসা ইয়াবা

শেয়ার করুন

yaba ইয়াবানিজস্ব প্রতিবেদক:

ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশে আসছে ইয়াবার চালান। নতুন ধরণের এই ইয়াবা ভারতে তৈরি হচ্ছে কিনা তা প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের কাছে জানতে চায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। যদিও ভারত থেকে ফেন্সিডিল আসা বন্ধ হয়নি এখনও, তবে নতুন আতঙ্ক তৈরি করছে ইয়াবা।

চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্ত। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলা সারাদেশে পরিচিত ভারত থেকে আসা অবৈধ ফেন্সিডিলের সদর দরজা হিসেবে। এখানকার কাঁটাতারের বেড়ার ওপাশ থেকেই চোরাকারবারিরা এপাশে ফেলছে ফেন্সিডিল।

মাঝে মাঝে সেসব ফেন্সিডিল জব্দ করে বিজিবি। দিনের আলোর পাশাপাশি রাতের আঁধারেও চলে ফেন্সিডিলের অবৈধ কারবার। অনেক সময় বাহক পাওয়া যায়, আবার অনেক সময় কাউকে পাওয়া যায়না। পড়ে থাকে শুধুই ফেন্সিডিল।

শুধু দর্শনাই নয়, যশোর-সাতক্ষীরা-বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায়ই বাংলাদেশে আসছে ফেন্সিডিলসহ নানা ধরণের মাদক। আর অনতিবিলম্বে এসব মাদকের চোরাচালানি বন্ধ না করা গেলে ভবিষ্যত প্রজন্ম কোন পথে এগোবে তা নিয়ে চিন্তিত অভিভাবকরা।