তেজগাঁওয়ে তিনটি অভিজাত রেস্তোরাকে জরিমানা

তেজগাঁওয়ে তিনটি অভিজাত রেস্তোরাকে জরিমানা

শেয়ার করুন

img_4526-copy

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর তেজগাঁও এলাকায় ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা জেলা প্রশাসনের কার্যালয় ও বিএসটিআই এর যৌথ ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে তিনটি প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

বুধবার সন্ধ্যায় এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিবলী সাদিক এবং বিএসটিআই এর ফিল্ড অফিসার মারুফা বেগম এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান জানান- “বনভোজন থাই চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট”  ও  “হাজী রেস্তোঁরা এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট”  হাজী মরণ আলী রোড, পূর্ব নাখালপাড়া তেজগাঁও, ঢাকা’তে নোংরা পরিবেশ, পচা-বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশন করার অপরাধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ জরজেট আহম্মেদ এবং মোঃ এনায়েত হোসেনকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।

এছাড়া “মিলকো ব্রেড এন্ড কনফেকশনারী”২৬১/জি, হাজী মরণ আলী রোড, পূর্ব নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা’তে বিএসটিআই লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম’কে বিএসটিআই অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৪ ধারায় ০৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিবলী সাদিক।