দৌলতদিয়ায় চারটির মধ্যে দুটি ঘাট সচল

দৌলতদিয়ায় চারটির মধ্যে দুটি ঘাট সচল

শেয়ার করুন

বাস লাইন ফেরি ঘাট

এটিএন টাইমস ডেস্ক:

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ দুটি ঘাট বৃহস্পতিবারও সচল করা যায়নি। পদ্মার দুই পাড়ে গাড়ির দীর্ঘ সারি। ভোগান্তি সইছেন হাজার হাজার যাত্রী।

নদী ভাঙন ও তীব্র স্রোতের কারণে বেশ কিছুদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বারবার মেরামত করে, সচল রাখা হচ্ছে ঘাটগুলো। সামনে ঈদের কারণে গাড়ির চাপ বেশি হওয়ায়, গতরাতে ৩ নম্বর ঘাট মেরামত করে ফেরি চলাচল শুরু করার চেষ্টাও করা হয়।

কিন্তু কিছুক্ষণের মধ্যে তা আবার বন্ধ হয়ে যাওয়ায় এখন, ১ ও ৪ নম্বর ঘাট দিয়েই ফেরি চলছে। এদিকে, ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের দুই প্রান্তে ৫ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ অবস্থায়, যাত্রীবাহী ও পশুবাহী যাবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।