ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের জেদ্দায় জরুরি অবতরণ

ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের জেদ্দায় জরুরি অবতরণ

শেয়ার করুন

saudia-1বিশ্বসংবাদ ডেস্ক :

মদিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এতে ১৪১ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। তবে সব যাত্রীই অক্ষত রয়েছেন বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

যান্ত্রিক ক্রুটির কারণে এয়ারবাস এ-৩৩০-২০০ মডেলের প্লেনটি জেদ্দা কিং আব্দুলআজিজ বিমান বন্দরে জরুরি অবতরণ করে। প্লেনটি জরুরি অবতরণের পর রানওয়েতে এর ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গেলেও বিমানবন্দর কর্তৃপক্ষেএ বিষয়ে নিশ্চি করে কিছূ বলেনি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নোজ গিয়ার জটিলতার কারণে পাইলট বাধ্য হয়ে প্লেনটি জেদ্দা বিমান বন্দরে জরুরি অবতরণ করান। তবে অনুমতি পাওয়ার আগে রানওয়ে খালি না পাওয়ায় জেদ্দার আকাশে বেশ কয়েকঘণ্টা চক্কর দিতে হয় বিমানটিকে। অবতরণের পর জরুরি নির্গমন পথ দিয়ে যাত্রীদের বের করে নিয়ে যাওয়ার সময় কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।