২৩ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা আর্জেন্টিনার

২৩ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা আর্জেন্টিনার

শেয়ার করুন

_101667836_gettyimages-872835538স্পোর্টস ডেস্ক :

রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সিরি-আ লিগের এবারের আসরে সর্বোচ্চ গোল স্কোরর ইকার্দিকে দলে রাখেননি কোচ জর্জ স্যাম্পাওলি।

মেসি-আগুয়েরো-হিগুয়েন ও দিবালাদের মতো বিশ্বসেরা ফরোয়ার্ডদের সবাই আছেন ২৩ সদস্যের আর্জেন্টিনা দলে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৬ ফুটবলারকে রাখা হয়েছে আর্জেন্টাইন এই স্কোয়াডে।

তবে সিরি-আতে এই মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করা মাওরো ইকার্দি মন জয় করতে পারেননি কোচ স্যাম্পাওলির। ফর্মে থাকলেও, অভিজ্ঞতার কারণে ফরোয়ার্ড পজিশনে জায়গা হয়নি ইকার্দির।

১৬ জুন নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বাকাপ মিশন শুরু হবে। গ্রুপ ডি-তে আইসল্যান্ড ছাড়াও মেসিদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।