টিআইবির ভালো সার্টিফিকেট পেলো দুদক

টিআইবির ভালো সার্টিফিকেট পেলো দুদক

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র ভালো সার্টিফিকেট পেলো দুর্নীতি দমন কমিশন-দুদক। তাদের ৪৯টি পর্যবেক্ষনের মধ্যে ২১টিতেই উচ্চ স্কোর পেয়েছে দুদক। টিআইবি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দুদক ভবিষ্যতে আরো ভালো করবে।

টিআইবির পর্যলোচনা পরীক্ষায় পাশ করেছে দুদক। শুধু পাশই নয় একেবারে প্রথম শ্রেনীতেই উত্তীর্ন হয়েছে সরকারের দুর্নীতি বিরোধী এই প্রতিষ্ঠানটি। টিআইবির ওই পরীক্ষায় একশ’র মধ্যে ৬৭ নম্বর পেয়েছে দুদক।

২০১৩ সাল থেকে ২০১৫ সাল, এই তিন বছরের কার্যক্রমের উপর দুদককে মূল্যায়ন করা হয়। পৃথক সাতটি ক্ষেত্রের অধীনে ৫০টি নির্দেশকের ভিত্তিতে পরিচালিত হয় গবেষণা।

টিআইবির পক্ষ থেকে জানানো হয়, পর্যবেক্ষনে ২১টিতেই উচ্চ স্কোর পেয়েছে দুদক। দুদকের এমন প্রাপ্তিতে তৃপ্ত টিআইবি কর্মকর্তারা। কমিশনকে আরো কার্যকর করতে ১১দফা সুপারিশ করেছে টিআইবি।