‘সেলিম ওসমানের অপরাধ খুঁজে পায়নি পুলিশ’

‘সেলিম ওসমানের অপরাধ খুঁজে পায়নি পুলিশ’

শেয়ার করুন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে নির্যাতনে সেলিম ওসমানের কোনও অপরাধ খুঁজে পায়নি পুলিশ।

রোববার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে জমা দেয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, কার নির্দেশে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করা হয়েছিল, তা খুঁজে পাওয়া যায়নি।

পুলিশের তদন্ত অনুযায়ী, উত্তেজিত জনতার দাবির পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের পিয়ার লতিফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ-বস করানোর ঘটনাটি আকস্মিকভাবে ঘটেছে। এই ঘটনার জন্য শ্যামল কান্তি ভক্ত ও স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান দুইজনই পরিস্থিতির শিকার।

এতে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বরং শ্যামল কান্তি পুলিশের কাছে বলেছেন, সেলিম ওসমান তাঁকে রক্ষা করেছেন।