জেল, জরিমানার বিধান রেখে বিদ্যুৎ আইন ২০১৭ এর খসড়ার অনুমোদন

জেল, জরিমানার বিধান রেখে বিদ্যুৎ আইন ২০১৭ এর খসড়ার অনুমোদন

শেয়ার করুন

2017-07-31_bss-16_913757নিজস্ব প্রতিবেদক :

নাশকতার মাধ্যমে বৈদ্যুতিক স্থাপনা নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বিদ্যুৎ আইন ২০১৭-তে। সোমবার আইনটির খসড়া মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত আইনে বিদ্যুতের লাইসেন্স প্রদান বা নবায়নের সঙ্গে জড়িত সরকারি সংস্থাগুলোর কর্মকর্তাদেরকেও আইনের আওতায় আনা হয়েছে। এখন থেকে কোনো কর্মকর্তা অনুমোদিত এলাকার বাইরে বিদ্যুৎ সরবরাহসহ এই আইনের বিধান লঙ্ঘন করলে, এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি আরো জানান, প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ-বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত আইনের খসড়াও এদিন মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।