আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা: ঢাবি প্রক্টরের পদত্যাগ দাবি

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা: ঢাবি প্রক্টরের পদত্যাগ দাবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরতদের উপর হামলার ঘটনায় সহকারী প্রোক্টর রবিউল ইসলামের পদত্যাগ দাবি করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে অবিলম্বে ডাকসু নির্বাচনেরও দাবি জানান তাঁরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের বাদ রেখে সিনেট নির্বাচনের প্রতিবাদ করায়, গত শনিবার শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে।
প্রতিবাদে আগামী বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ ও ১০ আগস্ট মধুর ক্যান্টিনে বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষকদের নিয়ে উন্মুক্ত আলোচনার কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। হামলাকারীদের বিচারের আওতায় আনতে তাঁরা শিক্ষার্থী প্রতিনিধিসহ স্বাধীন তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন।