জলবায়ু পরিবর্তন : বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তন : বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতে মরক্কোর মারাকাসের বাব ইগলিতে বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের বৈঠকের বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য বিশ্বকে সুন্দর ও নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলার অঙ্গিকার পূরণে সবাইকে প্রস্তুত থাকতে হবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যে পানি নিয়ে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জনে তহবিল গঠনেরও প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণের আহ্বান জানান। কথা না রাখলে কোটি মানুষের জীবন-জীবিকা ঝুঁকিতে পড়বে বলেও সতর্ক করেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত অভিবাসনের কথা তুলে ধরে সেদিকে নজর দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।