চার বছরেও শেষ হয়নি তাজরীন ট্র্যাজিডি মামলার বিচার

চার বছরেও শেষ হয়নি তাজরীন ট্র্যাজিডি মামলার বিচার

শেয়ার করুন

savar-rana-plaza-91_0নিজস্ব প্রতিবেদক :

চার বছরেও শেষ হয়নি আশুলিয়ার তাজরীন ট্র্যাজিডি মামলার বিচার কাজ। ২০১২ সালের এই দিনে, তাজরীন পোশাক কারখানার আগুনে প্রাণ হারান ১১৯ শ্রমিক। কারখানাটির প্রধান ফটকে সামনে আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হচ্ছে নিহত শ্রমিকদের।

বৃহস্পতিবার সকালে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সহকর্মী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। পরে, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় স্বজন হারানোদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকা।

মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তরা জানান, চার বছর পেরিয়ে গেলেও সেই দুঃস্বপ্ন ভুলতে পারেননি তারা। আজও সেই দুঃসহ স্মৃতি তাড়া করে ফেরে তাদের।  যেন পিছু ছাড়েনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ শ্রমিক ও নিহত শ্রমিকদের স্বজনদের।

এ সময়, তাজরীন ফ্যাশন কারখানায় অগ্নিকাণ্ডের জন্য মালিক দেলোয়ার হোসেনকে দায়ী করে, তার কঠোর শাস্তি দাবি করেন শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা। এলাকার আশ-পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।