চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জনের মৃত্যু,  লকডাউন চলছে

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জনের মৃত্যু,  লকডাউন চলছে

শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ
।। নাসিম মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছে চাঁপাইনবাবগঞ্জে। আর এ
নিয়ে জেলায় মৃতের সংখ্যা হলো ৩২জন। সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী
এ তথ্য জানান। তিনি আরো জানান, এপর্যন্ত জেলায় ১হাজার ৫শ ৬৭ করোনায়
আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১হাজার ১শ ১৬ জন।
এদিকে করোনা সংক্রমন রোধে জেলা প্রশাসন ঘোষিত ৭দিনের লকডাউনর আজ শনিবার
পঞ্চম দিন চলছে। আজও সকাল থেকে দুরপাল্লা ও অভ্যন্তরীন রুটে বাস চলাচল
বন্ধ আছে। লকডাউনের কারনে ট্রেন চলাচলও বন্ধ। পন্যবাহি ট্রাক ছাড়া অন্য
যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে ওষুধ, মুদিখানা দোকন ছাড়া বিভিন্ন
বিপনিবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ। রাস্তায় সাধারন মানুষের চলাচল তেমন
চোখে পড়ার মত নয়। লকডাউন কঠোরভাবে কার্যকরে পুলিশ তৎপর রয়েছে। শহরের ২৭টি
স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছে।
উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্তক লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।