গুলশানে নিহত ৫ জঙ্গির লাশ জুরাইনে দাফন

গুলশানে নিহত ৫ জঙ্গির লাশ জুরাইনে দাফন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

গুলশানের হলি আর্টিজানে হামলাকারী পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর শেফ সাইফুল চৌকিদারের মৃতদেহ বৃহস্পতিবার দাফন করা হয়েছে।

প্রায় তিন মাস পর বৃহস্পতিবার দুপুরে সিএমএইচ কর্তৃপক্ষ মৃতদেহগুলো মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে।

the-gulshan-attakers-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%bfপরে আঞ্জুমানে মফিদুল ইসলাম মৃতদেহগুলো জুরাইন কবরস্থানে দাফন করে। দাফন করা পাঁচ জঙ্গি হলো, রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সামেহ মোবাশ্বের, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল। গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে।

রাতভর জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি, ৩ জন বাংলাদেশি ও পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মী নিহত হন। এরপর থেকে এ ছয়টি মৃতদেহ সিএমএইচে ছিল।