গাজীপুরের কালিয়াকৈরে ৩ দিন ধরে কাউন্সিলর প্রার্থী নিখোঁজ, থানায় জিডি

গাজীপুরের কালিয়াকৈরে ৩ দিন ধরে কাউন্সিলর প্রার্থী নিখোঁজ, থানায় জিডি

শেয়ার করুন

।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর।।

গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন গাজীপুরের কালিয়াকৈরের কাউন্সিলর প্রার্থী মো.মেহেদী হাসান।

আসন্ন ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন তিনি। তাঁর প্রতীক ডালিম।

এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মেহেদী হাসান কালিয়াকৈর পৌরসভার সফিপুর পূর্ব পাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে।

মেহেদী হাসানের স্ত্রী আলো বেগম তার স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেদী হাসান বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু সকাল থেকে দুপুর হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল-ফোন বন্ধ পেয়ে আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। তার সন্ধানসহ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।