খাদিজা হত্যাচেষ্টা মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ

খাদিজা হত্যাচেষ্টা মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সিলেটের কলেজ শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় একমাত্র আসামী বদরুল আলমের বিরুদ্ধে বাদীসহ ১৭ জন সাক্ষ্য দিয়েছেন।

সোমবার দুপুরে, সিলেট মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে মামলার বাদী খাদিজার চাচা আবদুল কুদ্দুস, এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, প্রত্যক্ষদর্শী ইমরান কবির ও ফাহমিদা ইসলাম বৃষ্টি ছিলেন।

মামলায় বাদী ছাড়া মোট সাক্ষী ৩৬ জন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১১ ডিসেম্বর। গত ৩ অক্টোবর এমসি কলেজ প্রাঙ্গণে গসিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বদরুল আলম নামে এক বখাটে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র বদরুল ছাত্রলীগের সহ-সম্পাদক।