ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলন ড. ইউনুস

ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলন ড. ইউনুস

শেয়ার করুন

Yunus-Haillary1

স্পোর্টস ডেস্ক :

ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলেন নোবেলজয়ী বাংলাদেশি ড. মুহম্মদ ইউনুস। এসোসিয়েট প্রেস এই তথ্য প্রকাশ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের সঙ্গে তিনবার দেখা করেছেন মুহাম্মদ ইউনুস। টেলিফোনেও কয়েকবার কথা বলেছেন। সে সময় গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে ইউনুসকে পদত্যাগে চাপ দিচ্ছিল বাংলাদেশ সরকার। সে কারণে হিলারির সঙ্গে দেখা করে সাহায্য চেয়েছিলেন তিনি। আর ইউনুসকে সাহায্য করতে সহকারীদের নির্দেশ দিয়েছিলেন হিলারি।

ক্লিনটন ফাউন্ডেশনে এক লাখ থেকে আড়াই লাখ ডলার অনুদান দিয়েছেন তিনি। গ্রামীণ রিসার্চ নামের প্রতিষ্ঠান থেকেও ২৫ হাজার থেকে ৫০ হাজার ডলার অনুদান দেয়া হয়েছে। তবে ব্যাংকের মুখপাত্র বেকি অ্যাশ বলছেন, গ্লোবাল ইনিশিয়েটিভ সম্মেলনে অংশগ্রহণের ফি হিসাবে ওই ডলার দেয়া হয়েছে।

অনুদান দাতাদের তালিকায় ইউনুস ছাড়াও আরও ১৫৪ জনের নাম এসেছে। যারা ব্যক্তিগত কারণে হিলারির সঙ্গে দেখা করেছেন। আর তাদের দেয়া মোট অনুদানের পরিমাণ ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার।