‘রিয়ালের সাফল্যের মূল অবদান জিদানের’

‘রিয়ালের সাফল্যের মূল অবদান জিদানের’

শেয়ার করুন

ronaldo-zidane-real-madrid_3415304

স্পোর্টস ডেস্ক :

রিয়ালের হয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম পার করার নেপথ্যে ফ্রেঞ্চ কিংবদন্তি জিদানের অবদানকেই বড় করে দেখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

লা লিগায় এরই মধ্যে টানা ১৩ ম্যাচে  জয়ের ধারায় রিয়াল মাদ্রিদ। যার পুরো কৃতিত্বই জিনেদিন জিদানকে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এ বছরের শুরুতেই গ্যালাকটিকোদের কোচ পদে রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত হয়েছিলেন ‘জিজু’। দায়িত্ব নিয়েই রিয়ালকে স্বরূপে ফেরান জিদান। টানা ১২ ম্যাচ জিতে বার্সেলোনার সঙ্গে এক পয়েন্টে পিছিয়ে থেকে ঘরোয়া লিগ মৌসুম শেষ করে লস ব্লাঙ্কসরা। অন্যদিকে, ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শিরোপা উল্লাসে মাতে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়ালের খেলোয়াড় ও কোচ হিসেবে চ্যাম্পিয়ন লিগ জয়ের কীর্তিতে নাম লেখান জিদান। এক সাক্ষাৎকারে গত মৌসুমে নিজের সাফল্যের পেছনে জিদানের অবদানটা কম করে দেখছেন না সী-আর সেভেন।