কোস্টগার্ডে আরও দুটি অত্যাধুনিক জাহাজ

কোস্টগার্ডে আরও দুটি অত্যাধুনিক জাহাজ

শেয়ার করুন

slider-fourএটিএন টাইমস ডেস্ক:

কোস্টগার্ডের বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো দুটি অত্যাধুনিক জাহাজ।

এগুলো হলো, সিজিএস তাজউদ্দিন ও সিজিএস সৈয়দ নজরুল।

বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে কোস্টগার্ডের জেটিতে জাহাজ দুটি নোঙর করে।

অত্যাধুনিক কামানযুক্ত ৮৭ মিটার দৈর্ঘ্যের এই জাহাজ দুটি, বাংলাদেশের অর্থনৈতিক জল-সীমায় টহল, উপকূলীয় গভীর সমুদ্রে জলদস্যু প্রতিরোধ, খনিজ সম্পদ আহরণ, পরিবেশ রক্ষাসহ সমুদ্রসীমার সার্বিক নিরাপত্তা রক্ষায় ব্যবহৃত হবে বলে জানায় কোস্টগার্ড কর্তৃপক্ষ।