কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আনান কমিশন

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আনান কমিশন

শেয়ার করুন

রোহিঙ্গা-শরণার্থী-ক্যাম্পনিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা জানতে আনান কমিশনের ৩ সদস্যের প্রতিনিধিদল রোববার কক্সবাজার গেছেন। সকালে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেন।  এরআগে শনিবার প্রতিনিধি দলের সদস্য উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালাম ঢাকা পৌঁছান।

প্রতিনিধি দলটি ২৯ ও ৩০ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবে। এখানে রোহিঙ্গাদের সম্পর্কে যা দেখেছেন ও শুনেছেন, তার ওপর ভিত্তি করে কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের দপ্তরে একটি মূল্যায়ন প্রতিবেদন দেবেন তারা।

রাখাইন রাজ্যের জনগণের কল্যাণে পদক্ষেপ নিতে সুপারিশ তৈরির জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি গত বছর জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে প্রধান করে পরামর্শক কমিটি গঠন করেন।

কফি আনান ফাউন্ডেশনের সহযোগিতায় মিয়ানমারের ছয় নাগরিক ও তিন বিদেশি বিশেষজ্ঞকে নিয়ে গঠিত কমিশন এই বছরের দ্বিতীয়ার্ধে সুপারিশ জমা দেবে।