ঐশীর রায় যেকোনো দিন

ঐশীর রায় যেকোনো দিন

শেয়ার করুন

ঐশী
নিজস্ব প্রতিবেদক :

পুলিশ দম্পতি হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। পরবর্তীতে যে কোনো দিন এ বিষয়ে রায় দেবেন হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে রোববার এই শুনানি শেষ হয়। গত ১২ মার্চ এই শুনানি শুরু হয়েছিল।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর পরদিন গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করে নিহত দম্পতির কন্যা ঐশী রহমান। বিচার শেষে ২০১৫ সালে ঐশীকে ফাঁসির সাজা দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।