এ বছর এসএসসির টেস্ট পরীক্ষা হবে না

এ বছর এসএসসির টেস্ট পরীক্ষা হবে না

শেয়ার করুন

SSC Exam
করোনা মহামারির কারণে এবার এসএসসির টেস্ট পরীক্ষা হবে না এবং পরীক্ষার ফরম পূরণ শুরু হবে পহেলা এপ্রিল থেকে।

বিলম্ব ফি ছাড়া ৭ই এপ্রিল পর্যন্ত ফরমপূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা বলে জানান ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
এসময় চেয়ারম্যান বলেন, পরীক্ষা নেয়ার অগ্রিম প্রস্তুতি হিসেবে ফরম পূরণের কাজটি সেরে রাখা হচ্ছে । যে সময় দেয়া হয়েছে প্রয়োজনে সেটি আরও বাড়ানো হতে পারে । শিক্ষাবোর্ডের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখবে।

সরকার যখনই পরীক্ষা নিতে চাই তখন পরীক্ষা আয়োজন করা হবে। তিনি আরো বলেন যারা পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক তারা ফরম পূরণ করে সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে যখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে তখন ৬০ দিন ক্লাস করতে হবে।

শিক্ষাপঞ্জি অনুসারে, প্রতি বছর ১লা ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার করোনার প্রাদুর্ভাবে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে এখনও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৬০ কর্মদিবসের উপযোগী করে সিলেবাস প্রকাশ করা হয়েছে। আগামী ৩০শে মার্চ থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু সম্প্রতি করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী হওয়াও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ফের সংশয় দেখা দিয়েছে। এই অবস্থায় ফরম পূরণ শুরু করার নির্দেশনা দিলো বোর্ডগুলো।