এসএসসির ‘ভুয়া’ প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে আটজন গ্রেপ্তার

এসএসসির ‘ভুয়া’ প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে আটজন গ্রেপ্তার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

এসএসসি পরীক্ষায় ‘ভুয়া’ প্রশ্নপত্র সরবরাহে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ডিবির পক্ষ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে ওই চক্রের সদস‌্যদের গ্রেপ্তার করা হয়। তবে তাদের পরিচয় বা অভিযোগের বিষয়ে বিস্তারিত তিনি বলেননি।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ‘ভুয়া’ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়