এবারের তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিষিদ্ধ

এবারের তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিষিদ্ধ

শেয়ার করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ানিজস্ব প্রতিবেদক:

তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র অর্থাৎ ছুরি কাঁচি নিয়ে বের হওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সকালে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম’র কার্যালয়ে ডিএমপির ডগ কে-নাইন ট্রেনিং সমাপ্ত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, শারদীয়া দুর্গা পূজার মধ্যে তাজিয়া মিছিল পড়েছে। তাই দুই সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে ছুরি কাচি ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার আরো বলেন, রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে শতভাগ নিরাপত্তা দিতে ডগ স্কোয়াড বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান ডিএমপি কমিশনার।